প্রতারণার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি
বহুল আলোচিত-সমালোচিত শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বুধবার কলাবাগান থানায় অভিযোগ করেছেন তারেক আজিজ নিশক নামের এক ব্যক্তি।
বিকেলে কলাবাগান থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলী এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
ফিরোজ আলী বলেন, ‘তারেক আজিজ যে জিডিটি করেছেন, তার নম্বর নম্বর ২৮৪। জিডির অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
জিডিতে তারেক আজিজ বলেন, “গত ২০২১ সালের ৭ জুলাই কোপা-আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে ‘বন্ধন টিভি’র জন্য ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ ম্যাচের আগে মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি গান তৈরি করি এবং গানটি ‘বন্ধন টিভি’র ইউটিউব চ্যানেলে আপলোড করি। পরে হিরো আলম গানটি অনুমতি ছাড়াই তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। পরে তাকে নিষেধ করলে অন্যায়ভাবে আমার চ্যানেলে উল্টো স্ট্রাইক দেয় এবং ফোনে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আমার চ্যানেলটি নষ্ট করার হুমকি দেন।
উল্লেখ্য, উক্ত গানটি গাওয়ানোর জন্য গানটির গীতিকার ও সুরকার ‘আকাশ নিবিড়’-এর মাধ্যমে বিবাদীকে নগদ অর্থও পরিশোধ করা হয়েছে।”