প্রতিকার না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি : কাদের মির্জা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ও প্রশাসনের কাছে নির্যাতিত হওয়ার পরও দল থেকে কোনো প্রতিকার না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
কাদের মির্জা মুঠোফোনে এনটিভি অনলাইনকে আজ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এবং বর্তমান সময়ের প্রশাসনের কাছে আমি বারবার নির্যাতিত হয়েছি। এ নির্যাতনের কথা আমি যেখানে-যেখানে জানানো উচিত, সবখানেই জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।’
এক প্রশ্নের জবাবে কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের নামে আমার কোনো ভাই নেই। আমাকে ছয়বার হত্যাচেষ্টা করা হয়েছে। ওবায়দুল কাদের একবারও খবর নেননি।’
আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘গত ৯ মার্চ পুলিশ দুই হাজার গুলি চালিয়েছে। আমি দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। আমাকে দল থেকে হয়রানি করা হচ্ছে। প্রশাসন থেকে হয়রানি করা হচ্ছে। সত্য কথা বলা যেন পাপ—তা আমি বুঝেছি। তবুও আমি সত্য কথা বলব। তাহলে আমি কোথায় যাব? সেজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।’
পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে কাদের মির্জা বলেন, ‘আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি। এখনো পদত্যাগপত্র জমা দিইনি। দ্রুতই যথাযথ স্থানে জমা দিয়ে দেব।’
অনুসারীদের উদ্দেশে আবদুল কাদের মির্জা বলেন, ‘যাঁরা আমার ভক্ত বা অনুসারী, তাঁদের জন্য বলব, আপনারা চাইলে দলে থাকবেন, না চাইলে থাকবেন না। যাঁরা দলে থাকবেন, আমি দূর থেকে তাঁদের সাপোর্ট দেব। আর আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সঙ্গে আছি, সেখানে থাকব।’