‘প্রতিপক্ষের ক্ষুরের আঘাতে’ আওয়ামী লীগকর্মী নিহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সালিশ বৈঠকের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে আব্দুল মান্নান (৩৫) নামের এক আওয়ামী লীগকর্মীকে ক্ষুর দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া বাজারে গতকাল রোববার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুল মান্নান দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙা গ্রামের নূর আলীর ছেলে। এ ঘটনায় আবু হানিফ নামের এক আওয়ামী লীগকর্মীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের দোয়া মাহফিলে দুঃস্থদের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হয়। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে আব্দুল মান্নান খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
কলারোয়ার খোরদো পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. রইছউদ্দিন জানান, খিচুড়ি বিতরণের সময় তৈরি হওয়া বিরোধ মীমাংসার জন্য আওয়ামী লীগকর্মী আবু হানিফ তার প্রতিপক্ষ আব্দুল মান্নানকে সালিশ বৈঠকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে দেয়াড়া বাজারে বসে তাদের মধ্যে আলোচনা চলতে থাকে। এর মধ্যে বাবু ও রবিউল নামের দুপক্ষের যুবক মারামারিতে জড়িয়ে আহত হন। এ সময় হানিফ তার কাছে থাকা ধারালো ক্ষুর আব্দুল মান্নানের গলায় ও পেটে বসিয়ে দেন। পরে গুরুতর আহত অবস্থায় মান্নানকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল ইসলাম জানান, আব্দুল মান্নানের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।