প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের পুখুরিয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার প্রদীপ দাসের সঙ্গে প্রতিবেশী সাধন দাসের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। একটি মামলায় প্রদীপ দাস জেলহাজতে থাকার সুযোগে প্রতিপক্ষ আজ দুপুর দেড়টার দিকে প্রদীপের বাড়িতে লাঠিসোটা নিয়ে অতর্কিতে বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়।
প্রদীপ দাসের স্ত্রী টুম্পা দাস বলেন, ‘আমার স্বামী জেলে থাকার সুযোগে সাধন দাসের ছেলে বখাটে অনিক দাস, হোসেন, জলিলসহ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ঘরে থাকা খাট, আলমিরা, গ্যাসের চুলা, বিছানা লেপতোষক ও আসবাবপত্র বাইরে ফেলে দেয়। এ সময় গতকাল একটি সমিতি থেকে তোলা ৬০ হাজার টাকা ঘরের বাক্স থেকে তারা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) যুবরাজ বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’