প্রতিবন্ধকতা আছে, তবে জিডিপি’র লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব : পররাষ্ট্রমন্ত্রী
অনেক প্রতিবন্ধকতা থাকলেও বাজেটে জিডিপি’র লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার দুপুরে সিলেট সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন মন্ত্রী।
‘করোনার সময়েও দেশের প্রবৃদ্ধির হার সাফল্যজনক ছিল, যা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তবে এই বিশাল বাজেটে জিডিপি লক্ষ্যমাত্রা সাত দশমিক ৫ অর্জন করা সম্ভব।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশের দারিদ্র্যতার হার ২০ শতাংশে নেমে এসেছে এবং অতি দারিদ্রতার হার ১০ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে এ হার আরও কমে আসবে।’
বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশের মানুষের অর্থনৈতিক কল্যাণের পাশাপাশি বিশ্বে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ বলে জানান মন্ত্রী।