প্রতিমন্ত্রী ডা. মুরাদের পদত্যাগের খবরে সরিষাবাড়ীতে আনন্দ মিছিল
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সচিবালয়ে নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। প্রতিমন্ত্রীর পদ থেকে ডা. মুরাদের পদত্যাগের খবরে তাঁর নির্বাচনি এলাকা জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে উপজেলার শিমলা বাজার থেকে আজ মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাস টার্মিনাল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে যুক্ত হয়।
এদিকে, সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে অপর একটি আনন্দ মিছিল আরামনগর বাজার ট্রাকস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডা. মুরাদ হাসানের কুশপুতুল দাহ করেন।
এদিকে, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী জানিয়েছেন, ডা. মুরাদ হাসানের সাম্প্রতিক বক্তব্যে সাধারণ মানুষ ও সুধীমহল ক্ষুব্ধ হয়েছে। এ ধরনের বক্তব্য জামালপুর জেলাবাসী ও রাজনৈতিক নেতাদের জন্য খুবই লজ্জাজনক ও বিব্রতকর। প্রতিমন্ত্রীর পদ থেকে ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিলে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকেরা আনন্দ মিছিল বের করে। এ ছাড়াও আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহাযোগী সংগঠনের নেতকর্মীরা সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।