প্রতি বছর এক জায়গায় বালুমহাল হবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বালু দরকার। কিন্তু, অপরিকল্পিতভাবে কোনো বালি উত্তোলন নয়। ধানমন্ত্রী এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন—প্রতি বছর এক জায়গায় বালুমহাল হবে না। সেখানে নীতিমালা অনুসরণ করতে হবে। না হলে সেখানে ফোর্স অ্যাপ্লাই করা হবে।
আজ শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নৌ নিরাপত্তা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘সরকারি প্রশাসনতন্ত্র চলবে দেশ মাতৃকার জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করবে না। সকলকে দেশের আইন কানুন মেনে চলতে হবে।’
নদী দূষণরোধে মন্ত্রী বলেন, ‘ঢাকার বুড়িগঙ্গা, চট্টগ্রামের কর্ণফুলি, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা যেখানেই যাবেন দেখবেন দূষণ। মুক্ত বাতাস থেকে যাত্রা শুরু করে সদর ঘাটে গেলে মন খারাপ হয়ে যায়। আমরা কাজ করছি। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নদীগুলোকে দূষণমুক্ত করা। সে জন্য আমরা বিশেষায়িত ড্রেজার সংগ্রহ করছি। আমরা আশাকরি ড্রেজারগুলো আমাদের সংগ্রহে চলে আসলেই নদীগুলোকে দূষণমুক্ত করতে সমর্থ হব।’
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এজেডএম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। গত ১৯ মে থেকে সপ্তাহব্যাপী ত্রয়োদশ নৌ নিরাপত্তা সপ্তাহ উদযাপন শুরু হয়।