প্রধানমন্ত্রীকে কটূক্তি; রাজবাড়ীর স্মৃতিকে জামিন দেননি আপিল বিভাগ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ীর স্মৃতিকে জামিন দেননি আপিল বিভাগ।
আজ সোমবার জামিন বাতিল চেয়ে করা আবেদন দুই মাস মুলতবী করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজবাড়ীর সোনিয়া আক্তার স্মৃতিকে ৩১ অক্টোবর জামিন দেন হাইকোর্ট। পরে তার জামিন স্থগিত করেন চেম্বার জজ আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, মামলার বাদী সামসুল আরিফিন চৌধুরী অভিযোগ করেন, গত ৩১ আগস্ট সোনিয়া তার ফেসবুক আইডি থেকে কটূক্তিমূলক পোস্ট দেন। এতে আওয়ামী লীগ ও অন্যান্য দলসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিদ্বেষ সৃষ্টি করেছে। যে কারণে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। পরে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।