প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কুমিল্লা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গতকাল শনিবার দিবাগত গভীর রাতে কুমিল্লা থেকে গিয়াস উদ্দিন কবির (৩৯) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ‘অপরাধকর্মে ব্যবহৃত’ মুঠোফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। আজ রোববার সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি নাজমুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি প্রতারকচক্র বিশেষত গিয়াস উদ্দিন কবির হোয়াটসঅ্যাপ ও মোবাইল নম্বর থেকে কখনো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কখনো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। বদলি, পদোন্নতি ইত্যাদির প্রলোভন দিত চক্রটি। কবির বন ও পরিবেশমন্ত্রী, বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশের কর্মকর্তাদের কাছে ভয়েস কল ও মেসেঞ্জারে টাকা দাবি করে আসছিলেন। এই চক্র কুমিল্লা জেলার অ্যাডভোকেট কামাল হোসেনের কাছ থেকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ধারণ করে প্রায় দেড় লাখ হাতিয়ে নেয়।’
কেউ টাকা দিতে অস্বীকার করলে গিয়াস উদ্দিন কবির ভিকটিমকে ভয়ভীতি ও সামাজিকভাবে মানসম্মান ক্ষুন্ন করার হুমকি দিত। অনেকে মানসম্মানের ভয়ে টাকা দিত। এ নিয়ে অভিযোগ জমা পড়ে। তারপরই কবিরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় গতকাল রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান এডিসি নাজমুল ইসলাম। তিনি আরও বলেন, আসামিকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।