প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে প্রেস উইং জানিয়েছে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউসে বক্তব্য দেন এবং বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ করেন।