প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুলশাহানা ঊর্মি
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুলশাহানা ঊর্মি। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সংযুক্ত ছিলেন। প্রেষণে এই কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়।
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন গুলশাহানা ঊর্মি। প্রসঙ্গত, জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান গুলশাহানা ঊর্মি ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান), এমএ করেছেন।