প্রধানমন্ত্রী আছেন বলেই অন্ধকার দূর হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই অন্ধকার দূর হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে ও গ্রামের রাস্তাঘাট পাকা হয়েছে।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বঙ্গবন্ধুর গড়া দল। মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছে এই দল। বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগ। এই দল স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়ে এ দেশের মানুষকে স্বাধীন করেছে। স্বাধীনতার স্বাদ প্রথমবারের মতো দিয়েছে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই অন্ধকার দূর হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। গ্রামের রাস্তাঘাট পাকা হয়েছে।’
১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ১৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগস্ট মাসের ২১ তারিখে গ্রেনেড হামলা করে শত শত মানুষকে আহত করা হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে আরেকটি দলও আছে তা হলো বিএনপি-জামায়াত জোট। এই দল স্বাধীনতার বিরোধীতা করেছে, রাজাকার ও আল-বদর সৃষ্টি করেছে। বিএনপি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। উন্নয়ন তাঁদের সহ্য হয় না। পদ্মা সেতু নিজ অর্থায়নে করেছেন শেখ হাসিনা। এই সেতুতে বিশ্ব ব্যাংক যাতে অর্থায়ন করতে না পারে সে জন্যও ষড়যন্ত্র করেছিল। আরও ব্যক্তিরাও এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পদ্মা সেতু যখন হয়েছে তখন তাদের মনে যন্ত্রণা।’
শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদশ করোনাভাইরাস মোকাবিলা করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিশ্বের বড় বড় রাষ্ট্র হোঁচট খেয়েছে, তারা করোনা মোকাবিলায় সামাল দিতে পারেনি। কিন্তু, বাংলাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় এই মহামারি মোকাবিলা করেছে। করোনা মোকাবিলায় পৃথিবীর মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং এশিয়া মহাদেশে এক নম্বর স্থানে রয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন ভ্যাকসিন দেই, তখনও সেই ষড়যন্ত্র। বিএনপির নেতারা সে সময় বলেছিলেন, এটা তো ভ্যাকসিন দিচ্ছে না, পানি দিচ্ছে; গঙ্গার জল দিচ্ছে। অথচ, তাঁরাই সবার আগে ভ্যাকসিন নিতে যায়।’
মানিকগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন এবং মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আলোচনার ভিত্তিতে সভাপতি পদে এস এম দুলাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ফকিরের নাম ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী।