প্রমাণ হলো, কেউ আইনের ঊর্ধ্বে নন : আইনমন্ত্রী
ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ডের রায় প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন, এটা প্রমাণ হলো।’ আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, সাবেক প্রধান বিচারপতির বিচার হলো। একজন আইনজীবী হিসেবে, এটা সুখের নয়।
আইনমন্ত্রী বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হচ্ছে দেশ। রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনকারীদের সতর্ক থাকা উচিত। বিচার বিভাগের জন্য এটা সুখের দিন নয়। কেউ আইনের ঊর্ধ্বে নন, এটা প্রমাণ হলো।’
ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ঋণ আত্মসাতের দায়ে চার বছর এবং মানি লন্ডারিংয়ের আরেক ধারায় সাত বছরসহ মোট ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।