প্রযুক্তির সঙ্গে চলতে না পারলে চরম সংকট : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সময় ও প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে না পারলে চরম সংকট অবশ্যম্ভাবী। অনলাইন প্লাটফর্ম সাহিত্য ও সংস্কৃতির জন্য বড় ভূমিকা রাখবে। তিনি সাংস্কৃতিক কর্মীদের ডিজিটাল মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাংস্কৃতিক সংগঠন ‘পদক্ষেপ’ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান এবং পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী বক্তৃতা করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী বাঙালির অস্তিত্বের সঙ্গে ইলিশের সম্পর্ক আছে উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে ইলিশ বাঙালির পরিচয়ের সঙ্গে মিশে আছে। পর্যটনের বিকাশে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে পারলে পর্যটন খাতকে আরও বিকশিত করার সুযোগ রয়েছে।
ভৌগলিক ট্যুরিজম এবং অভ্যন্তরীণ ট্যুরিজম গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের নিজের দেশ সম্পর্কে আগ্রহ প্রকাশ অভাবনীয়।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার দেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব প্রচেষ্টা অব্যাহত রাখছে বলেও জানান।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আশির দশকে সাংবাদিকদের কম্পিউটার শিখিয়ে মোস্তাফা জব্বার সংবাদিকদের ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত করার যাত্রা শুরু করেছিলেন। তার এই অবদান সাংবাদিক সমাজ শ্রদ্ধার সাথে স্মরণ করবে চিরকাল।