প্রাথমিক স্বাস্থ্যসেবায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রাইমারি হেলথকেয়ারের মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। প্রাইমারি হেলথকেয়ারে আমরা যদি ভালো করি, তাহলে সামনে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে। আমরা একটা বিষয়ে জোর দিচ্ছি যে, যত্রতত্র এই প্রাইমারি হেলথকেয়ারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। প্রাইমারি স্বাস্থ্যসেবায় যা যা দেওয়া দরকার, সেটি আমরা নির্ধারণ করে দিচ্ছি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রাইমারি হেলথকেয়ারে আমরা কমিউনিটি ক্লিনিক, ১০ বেডের হাসপাতালের সুবিধা দিয়ে থাকি। ইউনিয়ন সেন্টারের মাধ্যমে এসব সেবা দেওয়া হয়। এ ছাড়া কিছু ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক আছে।’