প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পেশার প্রান্তিক জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে নিরবে অবদান রেখে চলছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদেরকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে।
মন্ত্রী আজ বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পেশাভিত্তিক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে অনুদান দিচ্ছে, যেন তাঁরা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।’
সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে, সে লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি।’
মন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর পেশাজীবীদেরকে সব ধরনের সহায়তা ও নিয়মিত পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে মন্ত্রীর পক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অনুদান বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রকল্পটির আওতায় রাণীশংকৈল উপজেলার ১৫০ জন পেশাজীবীকে পাঁচদিনব্যাপী ‘সফটস্কিল’ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে নরসুন্দর, কুমার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, জুতোর কারিগর, কামার, লোকজ শিল্পী, শতরঞ্জি শিল্পী, লোকজ যন্ত্রশিল্পী ও নকশিকাঁথা প্রস্তুতকারীরা অংশ নেন।