প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তি আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা সমমানের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার ওই ব্যক্তিকে আটক করা হয় বলে গণমাগ্যমকে জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর গাজী। তিনি মুন্সীগঞ্জের বাসিন্দা। টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে মিসরে যাওয়ার আগে বৈদেশিক মুদ্রাসহ তাঁকে আটক করে এপিবিএন।
জানা গেছে, জাহাঙ্গীর কাপড়ের ব্যবসা করতেন। পরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, বিদেশে পাচারের উদ্দেশ্যে জাহাঙ্গীর বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
ঠিক কী কারণে জাহাঙ্গীর এতো বৈদেশিক মুদ্রা সঙ্গে করে বিদেশে যেতে চাইছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে।