প্রেসক্লাবে সমাবেশ শেষে ছাত্রদলের মিছিল, পুলিশের সঙ্গে ‘সংঘর্ষ’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে নয়াপল্টনে যাওয়ার পথে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩০-৪০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল।
তবে পুলিশ বলছে, ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাবে সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে মৎস্যভবন হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় কাকরাইল মসজিদ পার হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে তা নাইটিঙ্গেল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ বলেন, ‘আমরা প্রেসক্লাবের সমাবেশ শেষ করে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে পার্টি অফিসে যাচ্ছিলাম। নাইটিঙ্গেল মোড়ে মিছিলটি এলে তখন কোনো কারণ ছাড়াই আমাদের ওপর অতর্কিত হামলা করে পুলিশ। এ ঘটনায় আমাদের প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সেই প্রেসক্লাব থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পুলিশ আর পুলিশ। এখন, পুলিশ দেখলেই যদি তারা মনে করে হামলা হয়েছে; তাহলে তো কিছু বলার নেই। আমার জানা মতে, পুলিশ হামলা করেনি। আর পুলিশ তো তাদের সামনেই ছিল না।’
তবে, পুলিশ হামলার ঘটনা অস্বীকার করলেও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে আহত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ শেষে মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।