ফরিদপুরে অক্সিজেন সিলিন্ডার ও হাইফ্লো নেজাল ক্যানোলা দিল বিসিআই
ফরিপুরে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় জেলার প্রধান হাসপাতালগুলোর অক্সিজেন সেবা নিরবচ্ছিন্ন রাখতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পক্ষ থেকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও দুটি হাইফ্লো নেজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বিসিআইয়ের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি ও পরিচালক মো. খায়ের মিয়া এসব স্বাস্থ্যসেবা সামগ্রী জেলা প্রশাসক অতুল সরকারের কাছে হস্তান্তর করেন।
পরে এসব সামগ্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে বণ্টন করে দেন জেলা প্রশাসক।
ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি জানান, বিসিআইয়ের পক্ষ থেকে ৩০টি ও আমাদের দুই পরিচালকের পক্ষ থেকে ২০টি সিলিন্ডার প্রদান করা হয়েছে। পরে তারা শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ৬০০ মানুষের মধ্যে।
স্বাস্থ্যসেবা সামগ্রী হস্তান্তরকালে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল কুমার সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।