ফরিদপুরে করোনায় তিনজনের মৃত্যু, চলছে কঠোর বিধিনিষেধ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের করোনা পরীক্ষা করে ১৬১ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ৪২ দশমিক ৮১ ভাগ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরে ২৩টি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে। সরকারঘোষিত প্রজ্ঞাপণের আলোকে আজ সকাল থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। এতে কোনো ধরনের যানবাহন শহরে চলাচল করছে না। এর ভেতর পণ্যবাহী যানবাহন, চিকিৎসকসহ জরুরি পরিষেবা চালু রয়েছে।
পুলিশ ও বিডিআর যৌথভাবে শহরে টহল দিচ্ছে। একইসঙ্গে গ্রাম অঞ্চলের দোকানপাট বন্ধ রয়েছে এ জেলায়।
এদিকে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি করোনা রোগীদের জন্য ১৬০ জনের হলেও এখন হাসপাতালটিতে ভর্তি রয়েছে ১৯৩ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় ৬১ জন রোগী করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগী ভর্তির সংখ্যা। ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ৯৯৫ জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারি হিসেবে এ পর্যন্ত ২২৩ জনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৬১ জন। আর এই সময়ে করোনায় মারা গেছে তিনজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৮১ শতাংশ।