ফরিদপুরে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্তের হার বাড়ছে
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের করোনা পরীক্ষা করে ১৮৪ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ৪৮ দশমিক ৯৩ ভাগ।
এদিকে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি করোনা রোগীদের জন্য ১৬০ জনের হলেও এখন হাসপাতালটিতে ভর্তি রয়েছে প্রায় ২০০ জন করোনা রোগী।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগী ভর্তির সংখ্যা। ফরিদপুরে এ পর্যন্ত ১৩ হাজার ১৭৯ জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট ২২৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ১১ হাজার ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিনজনের আর আক্রান্ত হয়েছে ১৮৪ জন। এ পর্যন্ত আক্রান্তে হার ২২ দশমিক ৫১ ভাগ, সুস্থতার হার ৮৫ দশমিক ১৮ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক৭২ ভাগ।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, শনাক্তের হার বাড়ছে ফরিদপুরে। তারপরও আমরা আশাবাদী আগামী সাতদিনের লকডাউনে পরির্বতন হবে এ জেলার করোনা পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৮৪ জন। আর এই সময়ে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৯৩ শতাংশ।