ফরিদপুরে কেউ মানছে না করোনা স্বাস্থ্যবিধি
ফরিদপুর শহরের বিপণিবিতান, শপিংমল, মার্কেট ও বাজারগুলোতে কেউ মানছে না করোনা স্বাস্থ্যবিধি। কে কার আগে পণ্য বেচাকেনা করবে তার প্রতিযোগিতা চলছে। পাঁচজন ক্রেতা দাঁড়াতে পারে এমন ছোট্ট দোকানেও ৩০ জন ক্রেতার ভিড় দেখা গেছে।
শহর ঘুরে দেখা যায়, শহরের হাফেজ বিল্ডিং-এর অক্টোপাস মোবাইল এক্সেসরিজ নামের ছোট্ট দোকানে গাদাগাদি করে ৩০ থেকে ৪০ জন কেনাকাটা করছেন। অনেক ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাস্ক ছিল না। দোকানের মালিককে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিতে পারেনি।
একইভাবে নিউ মার্কেটের ভেতরের প্রতিটি দোকানে ও বাইরে একই অবস্থা। প্রচণ্ড ভিড়ের মধ্যে চলছে গাদাগাদি করে কেনাবেচা।
মাহিন নামের এক ক্রেতা বলেন, ‘শুক্রবার ঈদ, তাই কেনাকাটা করতে এসেছি। সময় নেই মাস্ক পড়ার।’
খোদেজা নামের এক নারী ক্রেতা বলেন, ‘মাস্ক পরে লাভ কি? মাস্ক তো আর করোনা থামাতে পারছে না।’
এভাবে শহরের বিভিন্ন স্থানে ঈদকে সামনে রেখে চলছে কেনাবেচার অসম প্রতিযোগিতা। কারো কোনো সময় নেই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার।
এদিকে, আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জনের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭২ জনের। জেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ১০ হাজার ২৩০ জন।