ফরিদপুরে জুটমিলে অগ্নিকাণ্ড, পুড়ল দুই গোডাউনের পাট
ফরিদপুরের শহরতলীর কানাইপুরে করিম জুটমিলে আগুনে পুড়ে গেছে দুই গোডাউনের পাট। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মিল কর্তৃপক্ষ।
মিলের কর্মরত শ্রমিকরা জানায়, আজ দুপুরের দিকে করিম জুটমিলের ১৯ নম্বর গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ২০ নম্বর গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মিল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফরিদপুর, বোয়ালমারী, মধুখালী, সালথা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ পুলিশ কর্মকর্তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ফরিদপুর অফিসের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, পাটের গুদামে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করে দেখা হচ্ছে।