ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের সালথা উপজেলায় দুদল গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া ও জয়ঝাপ—এ দুই গ্রামবাসীর মধ্যে আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মোড়হাট গ্রামে আইয়ুব ঠাকুরের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মাহবুর মাতুব্বরের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে আজ শুক্রবার সকালে জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বরের সমর্থকদের সঙ্গে আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই গ্রামবাসীর অন্তত ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে, সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’