ফরিদপুরে পুলিশ সেজে ছিনতাই, তিনজন আটক
ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় পুলিশ সেজে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেল, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, পুলিশের জ্যাকেট, ছিনতাই করা স্বর্ণালংকার ও ১৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ২ মার্চ ভাঙ্গা-পুকুরিয়া সড়কের মধ্যবর্তী স্থানে কয়েকজন মোটরসাইকেল নিয়ে একটি অটোরিকশার গতিরোধ করে। এরপর নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অকথ্য গালিগালাজ করে এক নারীকে জোর করে মোটরসাইকেলে তুলে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। এরপর তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে এমন আরও কয়েকটি ঘটনার সন্ধান পায়। গত শুক্রবার পুলিশ ঘটনার মূল হোতা শাকিল আহমেদ রুবেলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ১৩ মার্চ মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এ চক্রের সদস্য সঞ্জয় হালদারসহ দুজনকে আটক করে। চক্রটি চলতি মাসে বিভিন্ন স্থানে এমন ছয়টির অধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ও সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান।