ফরিদপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেওয়া শুরু
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে ফরিদপুর জেলা প্রশাসন। আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমের শুরু হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
করোনার এই সময়ে প্রথম দিনে জেলার ৫০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ‘উদ্ভাবিত মানবিক সহায়তা কার্ডের’ মাধ্যমে গত বছরের মতো এবারও এ সহায়তা দেওয়া হচ্ছে।
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আজ বেলা ১১টার দিকে সহায়তার কার্যক্রম শুরু করা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চাল, আলু, ডাল ও লবণ দেওয়া হয়। প্রথমদিন প্রতি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও লবণ দেওয়া হয়।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রে মো. বায়েজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার গত বছর করোনাকালীন ‘মানবিক সহায়তা কার্ড’ উদ্ভাবন করেন। করোনা ভাইরাসের বৈশ্বিক দুর্যোগকালীন ফরিদপুর জেলার প্রকৃত দুঃস্থ মানুষের মধ্যে যথাযথ ও দ্রুততম সময়ে খাদ্য সহায়তা দেওয়ার জন্য এ কার্ডের সূচনা করা হয়। যা প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং বিগত বছর থেকে সারা দেশে এই মডেল অনুসৃত হচ্ছে।