ফরিদপুরে বোরো ধান কেটে দিলেন জেলা প্রশাসক
ফরিদপুরে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষকের বোরো ধান কেটে দিলেন জেলা প্রশাসক অতুল সরকার। আজ মঙ্গলবার দুপুরে জেলা কৃষি অধিদপ্তরকে সঙ্গে নিয়ে শহরের গোয়ালচামট এলাকার রফিক মোল্লার এক একর জমির ধান কেটে মাড়াই করে দেওয়া হয়। ধান কাটার এই উৎসব চলে সারাদিন।
এ সময় জেলা প্রশাসক জানান, আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটতে সময় কম লাগে। এছাড়াও এতে অর্থের অপচয় হয় না। ফলে এতে কৃষকের পাশাপাশি দেশও লাভবান হয়।
বোরো ধান কাটার এ উৎসবে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. হযরত আলী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাশারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা কৃষি অধিদপ্তর জানায়, গত বছর চার হাজার এক হেক্টর জমিতে ধানের আবাদ হয়ে ২২ হাজার ২০০ মেট্রিক টন চাল উৎপন্ন হয়। এ বছর জেলায় চার হাজার ৬০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এবার ২৫ হাজার ৩০০ মেট্রিক টন চালের উৎপাদন হবে বলে তারা আশা করছেন।