ফরিদপুরে মাহেন্দ্র-পিকআপের সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাহেন্দ্র-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার সকালে উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের তালমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম কামরুল ইসলাম। তবে অপরজনের নাম জানা যায়নি। আহতরা হলেন মেহেদী সালেহীন, নাইম ও সবুজ।
নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সুমিনুর রহমান জানান, আজ সকালে ফরিদপুরগামী একটি পিকআপভ্যানের সঙ্গে ভাঙ্গাগামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএসপি আরও বলেন, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পাঠানোর প্রস্তুতি চলছে।