ফরিদপুরে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত
ফরিদপুরে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। গত কয়েকদিন ধরে অল্প বাড়লেও গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ এক লাফে বেড়েছে দাঁড়িয়েছে ৮০ জনে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শেষ ২৪ ঘণ্টায় ১৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় শতকরা ৪৭ দশমিক ৬ শতাংশ করোনা শনাক্ত হয়। আক্রান্ত হন ৮০ জন। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা ২২ হাজার ১৯৩। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩৮ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে সাত জন রোগী ভর্তি আছেন।