ফরিদপুরে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫
ফরিদপুরের সালথার মীরকান্দি গ্রামের ভ্যানচালক লাভলু ফকিরকে (৪০) হত্যা করে তার ভ্যানগাড়ি লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলা দায়েরের পাঁচ দিনের মধ্যেই ক্লুলেস এ হত্যার রহস্য উন্মোচন করল সালথা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন হাতেম ফকির (৩২), সোহাগ মাতুব্বর (২২), মিলন মীর (২৫), ওহিদ গাজী (৩২) ও আজিজুল খান (২৬)।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে সালথার মীরকান্দি গ্রামের হাছেন ফকিরের ছেলে লাভলুকে খুন করে তার ভ্যানগাড়িটি লুট করা হয়। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত লাভলুর স্ত্রী হনুফা বেগম ১২ আগস্ট সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, পূর্ব পরিকল্পনা করে লাভলুকে খুন করে তার ভ্যানগাড়িটি লুট করা হয়। আটক আসামিরা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যমতে ভ্যানগাড়িটির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।