ফরিদপুরে ১৯০০ কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
ফরিদপুর সদর উপজেলায় এক হাজার ৯০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে এসব তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল বাশার, কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ‘২০২১-২২ মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য এক হাজার ৯০০ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ইউনিয়নগুলোতে এক হাজার ৬০০ কৃষকের হাতে এরই মধ্যে সার-বীজ দেওয়া হয়েছে।
এ ছাড়া পৌরসভার ৩০০ কৃষকের হাতে কাউন্সিলরদের মাধ্যমে এসব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা যাতে করোনার সময়ে বাড়ি থেকেই সরকারের দেওয়া সুবিধা নিতে পারে সেজন্যই এমন ব্যবস্থা করা হয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তা।