ফরিদপুর এলজিইডিতে নবনিযুক্ত পাঁচ সহকারী প্রকৌশলীকে বরণ
ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) পাঁচ সহকারী প্রকৌশলী যোগদান করেছেন। তাদের যোগদান উপলক্ষে আজ সোমবার দুপুরে ফরিদপুর এলজিইডির প্রধান কার্যালয়ে এক বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচ সহকারী প্রকৌশলীকে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র প্রকৌশলী পিন্টু কুমার সাহা, সহকারী প্রকৌশলী চিন্ময় প্রমানিক, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) মো. মোকলেসুর রহমান।
প্রধান অতিথি যোগদান করা পাঁচ সহকারী প্রকৌশলীর সঙ্গে পরিচয় পর্ব শেষে ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
এ সময় ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন বলেন, ‘দেশের স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এলজিইডি। সেই প্রতিষ্ঠানে একযোগে সারা দেশে ২৩৭ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুরে পাঁচজন সহকারী প্রকৌশলী যোগদান করলেন। আমরা আশা করি, এই যোগদানের মাধ্যমে এলজিইডির কাজ আরও গতিময় হবে এই জেলায়।’