ফাঁকা রাজধানীতে রিকশায় ঘুরে ঈদের আনন্দ
পবিত্র ঈদুল ফিতর আজ। সকালে প্রচণ্ড বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে রাজধানীতে রোদের দেখা মিলেছে। পাশাপাশি কমেছে গরমের তীব্রতা। এছাড়া ঈদে রাস্তা ফাঁকা থাকার কারণে অনেকে রিকশায় পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অপরদিকে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রেও নগরবাসী ঈদের আনন্দ করছেন।
মতিঝিলে ফাঁকা রাস্তায় পরিবার নিয়ে ঘুরছিলেন আলম। তিনি এনটিভি অনলাইনকে বলেন, রাজধানী ঢাকা ফাঁকা থাকার কারণে রিকশায় আনন্দ করে ঘুরছি। অন্য সময় রিকশায় এভাবে ঘুরা সম্ভব না। তবে ঈদের এই কয়েকদিন রিকশায় ঘুরা যায়।
আলম বলেন, পারিবারিক সমস্যার কারণে এবার ঢাকার বাইরে ঈদে যেতে পারিনি। তাই ঢাকায় ঈদ পালন করছি। সকাল বেলা বৃষ্টি হওয়ায় মন খারাপ হয়েছিল। কিন্তু এখন দেখছি আবহাওয়া অনেক সুন্দর ও শীতল। রিকশায় ঘুরতে খুব মজা লাগছে।
রাজধানীর ভিক্টোরিয়া পার্ক, রমনা পার্কে গিয়ে দেখা গেছে মানুষের ভিড়। সবাই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। রমনা পার্কে ঘুরতে আসা লামিহা নামের একজন বলেন, ঈদের দিন পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে। রাজধানীতে বেড়ানোর জায়গা কম থাকাতে এই সব জায়গাতে মানুষ বেশি বেড়াতে আসে। এখানে এসে ঘুরতে পারায় ঈদের আনন্দটা দ্বিগুণ হলো।