ফারদিনের বাবা আদালতে যাবেন কাল
ফারদিন নুর পরশ স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ও র্যাব। আইনশৃঙ্খলাবাহিনীর এই বক্তব্যে সন্তুষ্ট নন নিহত বুয়েটছাত্র ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন তিনি।
আজ বুধবার পৃথক পৃথক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে ফারদিন আত্মহত্যা করেছে বলে জানায় র্যাব ও ডিবি। এরপর আদালতে যাবেন বলে জানান ফারদিনের বাবা রানা।
ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বলেন, ‘বিষয়টা এখনো আমার কাছে স্পষ্ট নয়। আমি ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁদেরও বলেছি, এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে।’
ফারদিনের বাবা বলেন, ‘রামপুরার পর কোনো ভিডিও ফুটেজ স্পষ্ট নয়। আমি ডিবি ও র্যাবের বক্তব্যে কনভিন্স না। এখানে কনভিন্স হওয়ার কোনো কারণ নেই।’
ফারদিনের বাবা আরও বলেন, ‘শীতলক্ষ্যার সুলতানা কামাল ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার যে কথা আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তা-ও স্পষ্ট নয়। সেখানে ঢেউ দেখা যায়। কিন্তু, সেখান থেকে যে ফারদিন লাফিয়ে পড়েছে, তার নিশ্চয়তা কী, অন্য কেউ হতে পারে। আমি আগামীকাল আদালতে যাব। ভেবেচিন্তে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
এর আগে আজ রাতে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘ফারদিন নুর পরশের মৃত্যুর ঘটনায় র্যাব তাঁর পারিবারিক সূত্র, তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজসহ স্থানীয় বিভিন্ন সূত্রের আলোকে রহস্য উদঘাটনের চেষ্টা করেছে। তিনি নিজেই ব্রিজ থেকে লাফ দেন।
এর আগে সন্ধ্যায় ঢাকার মিন্টো রোডের ডিএমপির ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে একই ধরনের তথ্য তুলে ধরে বক্তব্য দেন।