ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ইফতারের আগে উপজেলার ইচাইল গ্রামের নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. নূর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী নাছিমা খাতুন (৩০)। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।
নিহতদের পরিবার ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি রাইসমিল থেকে ধান ভাঙিয়ে চাল করে বাড়িতে আনেন নূর হোসেন দম্পতি। পরে বাড়িতে এসে ফ্যান ছেড়ে চাল পরিষ্কার করছিলেন তাঁরা। এ সময় ফ্যানের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।