ফেনীতে শুরু হয়েছে করোনার টিকা প্রদান
ফেনীতে শুরু হয়েছে করোনা টিকার কার্যক্রম। গত দুদিনে ৪৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তৃতীয় দিনের মতো এ কার্যক্রম চলছে।
জেলায় এবার প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে সিনোভ্যাক এসেছে ২৯ হাজার ডোজ। প্রথম ধাপে এ টিকা শুধু জেলা সদরের জেনারেল হাসপাতালে দেওয়া হচ্ছে। তবে অতি শিগগিরই জেলার অন্য উপজেলাগুলোতে এ টিকা দেওয়া শুরু হবে জানিয়েছে সিভিল সার্জন রফিক উস সালেহীন।
এদিকে, ফেনীতে গত এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের বেশি মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৪৪ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে নির্ধারিত ৩০ শয্যার বিপরীতে ১২৭ জন করোনাসহ উপসর্গবাহী রোগী ভর্তি রয়েছেন। অতিরিক্ত এসব রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।