ফেনীতে ২৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে একজনের যাবজ্জীবন
ফেনীতে একটি মাদক মামলায় মো. ইসমাঈল (৩৬) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এই রায় দেন। একইসঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। ইসমাইল ২৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে গ্রেপ্তার হন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দ্বিজেন্দ্র কুমার কংস বণিক। তিনি জানান, এ মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রায়ের সময় আসামি মো. ইসমাঈল আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্জ সহকারী মোহাম্মদ এনামুল হক জানান, ২০১৪ সালের ১১ এপ্রিল ফেনী পুলিশ লাইন্সের সামনের সড়কে সিএনজি অটোরিকশার গতিরোধ করেন গোয়েন্দা পুলিশের তৎকালীন এএসআই দুর্লভ দাস। পরে গাড়ি তল্লাশি করে চালক ইসমাঈলের সিটের নিচ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এই ঘটনায় ওই দিন ফেনী মডেল থানায় ইসমাঈলকে আসামি করে মাদক আইনে মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সৈয়দ মোহাম্মদ আখতার হোসেন ওই বছর ৩০ এপ্রিল ইসমাঈলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত ২০১৫ সালের ১৪ জুন চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
পরে আজ ওই মামলার রায় এলো।