ফের পদ্মা সেতুর পিলারক্যাপে ফেরির ধাক্কা
মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে আসার সময় এবার পদ্মাসেতুর ১০ নম্বর পিলারের ক্যাপে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এছাড়াও ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে অপর একটি প্রাইভেটকারে উপর পড়লে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দিকে আসছিল। সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুকে অতিক্রম করার সময় ১০ নম্বর পিলারের ক্যাপে ধাক্কা লাগে৷ এ সময় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হন।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এতথ্য নিশ্চিত করে জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের ক্যাপে ধাক্কা লাগে। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক পাশে থাকা প্রাইভেটকারের উপর ছিটকে পড়ে। এতে প্রাইভেটকারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরিটি শিমুলিয়া ২ নম্বর ঘাটে নোঙরের পর যাত্রী ও যানবাহন নামানো হয়েছে।
মাওয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারক্যাপের দক্ষিণ পশ্চিম কোণের দিকে ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে ফেরির পেছনের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, পদ্মা সেতুর পিলারের ক্যাপে ধাক্কা লাগার পর ফেরিঘাট এলাকায় এসে সব গাড়ি আনলোড করে। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার এবং ট্রাকটি ঘাট এলাকায় আটকে রাখা হয়েছে। তবে দুই থেকে তিনজন যাত্রী সামান্য আহত হয়েছে, সেটা বেশি গুরুতর নয়। ফেরির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যেই লৌহজং থানা পুলিশ এবং নৌ-পুলিশের একটি দল পদ্মা সেতুর ১০ নম্বর পিলার পরিদর্শনে গেছে।
এদিকে, এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের ক্যাপে রোরো ফেরি ‘শাহজালাল’ এর ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়েছিল।