ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে ঝাঁপ
সাভারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বংশী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বিকাশ ইসলাম (২১)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বংশী নদীতে তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরিদল।
গতকাল রোববার দিবাগত রাত ৮টার দিকে ওই শিক্ষার্থী সাভারের নামাবাবাজারে বংশী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সায়েদ বলেন, গতকাল রাত ৮টার দিকে বিকাশ ইসলাম নিজের ফেসবুকে আত্মহত্যার কথা উল্লেখ করে মা-বাবার কাছে ক্ষমা চেয়ে বংশী নদীর ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হন।
পরে খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বংশী নদীতে তল্লাশি করে সাড়ে ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। নিখোঁজ শিক্ষার্থীর একজোড়া স্যান্ডেল বংশী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই শিক্ষার্থী সাভারের রেডিও কলোনি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। কী কারণে বিকাশ আত্মহত্যা করেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।