ফেসবুক পোস্ট শেয়ার করে পদ হারালেন বিএনপিনেতা
যুবলীগকর্মীর ফেসবুক ওয়ালে পোস্ট করা বঙ্গবন্ধুকে নিয়ে গান নিজের ওয়ালে শেয়ার করায় পদ হারিয়েছেন সীতাকুণ্ডের এক বিএনপিনেতা। গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বার আউলিয়া এলাকার এস এম নুর উদ্দীন নামের স্থানীয় এক যুবলীগকর্মীর ফেসবুক আইডিতে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করা গান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ শেয়ার করা হয়। পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত’ এমন একটি পোস্ট শেয়ার করা হয়। আর সেটি শেয়ার করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলমের ফেসবুক ওয়ালে। এই দুটি পোস্ট শেয়ার করার পর দলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কারণ দর্শানোর চিঠির জবাব সন্তোষজনক না হওয়ায় জহুরুল আলমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর উত্তর জেলা বিএনপির সদস্যপদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ স্থগিত থাকবে।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে জহুরুল আলম জহুর বলেন, ‘আমার কাছে পদ স্থগিতের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনও আসেনি।’ তবে ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘আমার আইডি থেকে একটি গান ও বক্তব্য শেয়ারের কথা বলা হয়েছে। আমি ধারণা করছি, এটি আমার অবুঝ মেয়ে কোনো এক সময় না বুঝে হয়তো শেয়ার করেছে, কিংবা কেউ আমার ফোন নিয়ে শেয়ার করে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিষয়টি ঠিক কীভাবে ঘটেছে আমি নিশ্চিত নই। এ বিষয়ে আমি দলের কেন্দ্রীয় অফিসে আপিল করব।’
সীতাকুণ্ড পৌর বিএনপির সভাপতি ইউছুপ নিজামী জানান, তিনি একটি পোস্টের বিষয়ে জানেন। ওই পোস্টটি দেওয়ার পর ১০ দিন আগে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর (জহুরুল) কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাবও দেন জহুরুল আলম। কিন্তু নোটিশের জবাব দলের কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথ মনে হয়নি। ফলে তাঁর সদস্য পদসহ যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে।