ফ্যাশন ডিজাইনার মারজানের লাশ ঝুলছিল ফ্যানে
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের একটি ভবনের চারতলা থেকে ফ্যাশন ডিজাইনার মারজানা আক্তারের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৯টার পর আমরা খবর পাই। গিয়ে দেখি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানে মারজানার লাশ ঝুলছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।’
মারজানার স্বামীর নাম রাসেল মাহমুদ। ঘটনার সময় তিনি মুন্সীগঞ্জে ছিলেন। তাদের সাত বছরের একটি সন্তান রয়েছে।
ওসি বলেন, ‘কী কারণে মারজানা আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করে বিস্তারিত জানাতে পারব। তবে কেউ কেউ বলছেন, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা হতে পারে।’