বংশালে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
রাজধানীর বংশাল থানার আলুবাজার পুকুরপাড় এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের বাবা বিপ্লব হোসেন জানান, আলুবাজার পুকুরপাড় এলাকার একটি পুকুরে কয়েকজন শিশু গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।