বইমেলা শুরু কাল, ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপর শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা। বইপ্রেমীদের আনাগোনা আর প্রকাশক-বিক্রেতাদের কলরবে মুখরিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মেলাপ্রাঙ্গণ। এই মেলা শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর মেলাকে কেন্দ্র করে কোনো নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক।
আগামীকাল বুধবার (১ ফ্রেব্রয়ারি) বইমেলা শুরুর আগের দিন আজ মঙ্গলবার সকালে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘বইমেলাকে শান্তিপূর্ণ ও আনন্দপূর্ণ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘মেলায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য মেলার প্রবেশ মুখগুলোতে আর্চওয়ে ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের বইমেলায় তিন স্তরের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী।’
ধর্মীয় উসকানিমূলক বই প্রকাশের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। একইসঙ্গে কোনো লেখক-প্রকাশকের নিজেদের ওপর হামলার আশঙ্কা থাকলে অভিযোগের ভিত্তিতে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।