বগুড়ায় আরও ১০১ জনের করোনা শনাক্ত, চারজনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের দেহে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে এবং মৃত্যু হয়েছে চারজনের। করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৩৭ শতাংশ। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ রোববার বেলা সাড়ে ১১টায় অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ২১২ জনের নমুনায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ২৬ জনের নমুনায় আটজন, জিএক্সপার্ট মেশিনে ১৮ জনের নমুনায় নয়জন এবং অ্যান্টিজেন পদ্ধতিতে ৬৬ জনের নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় মোহাম্মাদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চারজন।
এখন জেলায় মোট ৬১৯ জন করোনা রোগীর মধ্যে ৩৫১ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৯৩ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, ১৮৯ জন মোহাম্মাদ আলী হাসপাতালে এবং ৬৯ জন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।