বগুড়ায় কঠোর বিধিনিষেধের আজ দ্বিতীয় দিন
বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় এবং এর বিস্তার রোধে সদর উপজেলায় সাত দিনের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
কঠোর বিধিনিষেধের আজ সোমবার দ্বিতীয় দিন। সদর উপজেলা ও পৌরসভার সব ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রয়েছে। এ ছাড়া শহরে ফুটপাতের ভ্রাম্যমাণ সব দোকান বন্ধ রয়েছে। তবে রিকশা, অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন চলাচল করছে। খেটে খাওয়া ও অফিসগামী মানুষজন রাস্তায় চলাচল করছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে তিনজন। শনাক্তের হার ২১ দশমিক ৩৯ শতাংশ।