বগুড়ায় করোনায় আটজনের মৃত্যু, আক্রান্ত ৩১৪
বগুড়ায় কঠোর লকডাউন চললেও করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ১৬২ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে ৩১৪ জনের। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। শনাক্তের হার ২৭ দশমিক ০২ শতাংশ। জেলায় মোট করোনায় আক্রান্ত ১৪ হাজার ৬৯৩ জন। এপর্যন্ত মারা গেছে ৪২৭ জন।
মৃত আটজনের মধ্যে মোহাম্মাদ আলী হাসপাতালে ছয়জন। তারা হলেন দুপচাঁচিয়া উপজেলার রুপ কুমার বসাক (৪৫), সদর উপজেলার মকবুল হোসেন (৭৫), আব্দুল লতিফ (৫৩), আদমদিঘী উপজেলার মঞ্জুরুল আলম (৫৫), হালিমা বেগম (৪০), জয়পুরহাট জেলার চম্পা (৩৯)।
এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও শিবগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু হয়েছে একজনের। এদের পরিচয় জানা যায়নি।