বগুড়ায় করোনায় আরও চারজনের মৃত্যু, আক্রান্ত ১৭২
বগুড়ায় গত ২৪ ঘণ্টার শেষ হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। জেলায় ৫৭৩টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭২ জন। শনাক্তের হার ৩০ দশমিক এক শতাংশ। এ পর্যন্ত মারা গেছেন ৪৪৪ জন।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুইজন। এ হাসপাতালে মৃত্যুবরণ করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মেহেরুন্নেছা (৬২) ও আবু বক্কর (৭৯)।
এছাড়া জেলার ২৫০ শয্যার মোহাম্মাদ আলী হাসপাতালে জয়পুরহাট জেলার রাবেয়া (৭৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এ ছাড়াও বগুড়া সদর উপজেলার আব্দুল জলিল করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে কঠোর লকডাউনেও থামানো যাচ্ছে না শহরের জনসমাগম। মাস্ক ছাড়াই শহরের অনেককে চলাফেরা করতে দেখা গেছে। এ ছাড়াও টিসিবির পণ্য ক্রয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। আজ সকাল থেকেই রিকশা ও অটোরিকশার চলাচল বেড়েছে। এ ছাড়াও শহরজুড়ে ভ্রাম্যমাণ আদালতের টহল অব্যাহত রেখেছে।