বগুড়ায় করোনায় আরও সাত জনের মৃত্যু, শনাক্ত ১৮৩ জনের
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৪৬৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৮৭টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। বগুড়ায় বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা এক হাজার ৭০৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫৮৬ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনা ডেডিকেটেড ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩) ও গাইবান্ধার মুরাদ (৪৫)।
এ ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তিন করোনা রোগীর। তাঁরা হলেন বগুড়া সদর উপজেলার মোজাম্মেল (৭৫), ধুনট উপজেলার সফুরা বেগম (৬৫) ও শিবগঞ্জ উপজেলার মহিউদ্দিন (৭২)।
করোনায় মারা যাওয়া অপর একজন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হলেন গাইবান্ধার দিনা খানম (৫৫)।