বগুড়ায় করোনায় পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১৫৪
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৫৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৪ জন। করোনায় মারা গেছেন পাঁচজন। এ পর্যন্ত মোট মারা গেছে ৪৪০ জন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।
মৃতরা হলেন শেরপুর উপজেলার হোসনে আরা (৭৫), পাবনার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জ জেলার ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০) এবং আদমদিঘী উপজেলার মোসলেমা (৬০)।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, কঠোর লকডাউনের সপ্তম দিনে রিকশা ও অটোরিকশার চলাচল বেড়েছে এবং শহরে জনসমাগম অন্য দিনের চেয়ে বেশি দেখা গেছে। এছাড়া শহরজুড়ে ভ্রাম্যমাণ আদালত টহল অব্যাহত রেখেছে।