বগুড়ায় করোনা-উপসর্গে ১১ জনের মৃত্যু
বগুড়ার তিনটি হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মারা গেছে ১১ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গে সাতজন মারা গেছে। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১০৯ জন। এছাড়া জেলায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।
করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে বগুড়ার তিনজন হলেন শাজাহানপুরের মাজেদা বেগম (৫৫), গাবতলীর মাহবুবুর রহমান (৬২) এবং সদরের সান্ত্বনা খাতুন (৩৪)। এছাড়া বাকি একজন গাইবান্ধা জেলার।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাদ-উল-হক আজ নিয়মিত অনলাইন বার্তায় এসব তথ্য তুলে ধরেন।
ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১৯ হাজার ৪৬৪ জন এবং ৪৯০ জন চিকিৎসাধীন রয়েছে।